Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের আসামে ৬ বাংলাদেশি নাগরিক ভারতে গ্রেপ্তার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১১:৩৩ পিএম

ভারতের আসামে ৬ বাংলাদেশি নাগরিক ভারতে গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের শ্রীভূমি জেলা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চারজন নারী রয়েছেন।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার (১৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের পরে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, "অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আজ শ্রীভূমি পুলিশের অভিযানে ছয় বাংলাদেশি নাগরিক আটক হয়েছে। পরে সকালে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।"

তিনি আরও জানান, রাজ্যের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন