Logo
Logo
×

আন্তর্জাতিক

রাষ্ট্রীয় কর্মকাণ্ড নিয়ে যা জানালেন খামেনি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৪, ১২:০৪ পিএম

রাষ্ট্রীয় কর্মকাণ্ড নিয়ে যা জানালেন খামেনি

আয়াতুল্লাহ খামেনি

প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিদ্ধস্তের ঘটনায় ইরানের রাষ্ট্রীয় কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। 

রবিবার রাতে তেহরানে এক সমাবেশে তিনি এ কথা বলেন। তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

রবিবার ইরানের প্রেসিডেন্ট রাইসি ও দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টারটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।

তেহরানে এক সমাবেশে আয়াতুল্লাহ খামেনি দেশবাসীকে প্রার্থনা করার আহ্বান জানিয়ে বলেছেন, আমরা আশা করি সর্বশক্তিমান প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের ফিরিয়ে দেবেন।

তিনি আরো বলেন, সবার উচিত তাদের সুস্থতার জন্য প্রার্থনা করা। ইরানিদের এ ঘটনায় উদ্বিগ্ন হওয়া উচিত নয়। কারণ দেশের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না।

এর আগে রাইসি গতকাল আজারবাইজান-ইরান সীমান্তে একটি বাঁধ উদ্বোধন করেন। সেখান থেকে ফেরার পথে উত্তর-পশ্চিমাঞ্চলের ভারজাকান অঞ্চলে তাকে বহনকারী হেলিকপ্টার জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন